মানবিক কারণে যুক্তরাষ্ট্রের দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস।
আল জাজিরার শুক্রবার রাতের প্রতিবেদনে বলা হয়, আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বিবৃতিতে দুজনকে মুক্তির বিষয়টি জানান।
বিবৃতিতে বলা হয়, কাতারের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে (এক নারী ও তার মেয়ে) মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্দিদের মুক্তি দেয়ার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ‘ফ্যাসিবাদী’ প্রশাসনের দাবিকে আমেরিকার জনগণ ও বিশ্ববাসীর কাছে ভুয়া ও ভিত্তিহীন প্রমাণ করা।
হামাসের দাবির বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে প্রাণঘাতী হামলার পর দেশটির নাগরিকসহ দুই শর বেশি মানুষকে বন্দি করা হয়েছে বলে জানায় হামাস। তাদের নিরাপদে রাখা হয়েছে বলেও দাবি সংগঠনটির।
দুই সপ্তাহ আগে ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে এক হাজার ৪০০ জন নিহত হয়। জবাবে গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় প্রাণ যায় চার হাজারের বেশি মানুষের, যাদের প্রায় অর্ধেক অপ্রাপ্তবয়স্ক।