বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান গ্রেটা থুনবার্গ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ অক্টোবর, ২০২৩ ১৭:১৫

এক্সে দেয়া পোস্টে গ্রেটা লিখেন, ‘বিশ্বের উচিত সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনি ও ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো।’

ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে দ্রুত যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন সুইডেনের বিশ্বখ্যাত জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে গ্রেটা তার এ অবস্থান ব্যক্ত করেন।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে দেয়া পোস্টে জলবায়ু ন্যায়বিচার নিয়ে আন্দোলনের ২৭০ সপ্তাহের কথা উল্লেখ করেন গ্রেটা। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে পোস্টের সঙ্গে ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেন, ‘সপ্তাহ ২৭০। আজ আমরা ফিলিস্তিন ও গাজার সঙ্গে সংহতি রেখে অবরোধ পালন করছি। বিশ্বের উচিত সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনি ও ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো।’

গাজায় দুই সপ্তাহ ধরে ইসরায়েলের বোমা হামলায় নিহত হয় চার হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের ৪০ শতাংশই শিশু।

উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরার বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় চার হাজার ১৩৭ জন নিহত হয়, যাদের মধ্যে রয়েছে এক হাজার ৬৬১ শিশু।

আল-কুদরা জানান, ইসরায়েলি হামলায় আহত হয় ১৩ হাজার ২৬০ ফিলিস্তিনি।

তিনি বলেন, বাসাবাড়ির মেঝে, ভূমি ও হাসপাতালের বারান্দায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল, স্কুলের মতো বেসামরিক স্থাপনা। এমনকি ধর্মীয় পবিত্র স্থান মসজিদ, গির্জাতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

অব্যাহত বোমা হামলার মধ্যে গাজা সীমান্ত দিয়ে স্থল অভিযান চালাতে প্রস্তত রয়েছে সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে মিসরের রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর