যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ফিলিস্তিনের গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল, এর মধ্যেই স্থানৗয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশটিতে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এর আগে বুধবার ইসরায়েলে যান জো বাইডেন। তিনি গাজায় ত্রাণসহায়তা পাঠানোর ব্যাপারে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
প্রতিবেদন বলছে, ঋষি সুনাকও যত তাড়াতাড়ি সম্ভব গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার জন্য চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।
সফরের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি বেসামরিক মৃত্যু একটি ট্র্যাজেডি। হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে অনেক প্রাণ হারিয়েছে।
বিবৃতিতে সুনাক বলেন, আল আহলি হাসপাতালের হামলা এ অঞ্চলের নেতাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সংঘাতের বিপদজনক বৃদ্ধি রোধে বিশ্বের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। এ প্রচেষ্টার অগ্রভাগে যুক্তরাজ্য থাকবে বলে আমি নিশ্চিত করবো।
ইসরায়েলে সুনাক দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।
আগের দিন বুধবার সকালে এয়ারফোর্স-ওয়ান বিমানে তেল আবিবে পৌঁছান বাইডেন। পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর বাইডেন বলেন, গাজার হাসপাতালে হামলায় ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই বলে বিশ্বাস করেন তিনি। এর মাধ্যমে তিনি মূলত হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় খাবার, পানি, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহায়তার প্রায় ২০টি ট্রাক পাঠাতে প্রতিবেশী মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।