ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন কতৃপক্ষ বলেছে, অবরুদ্ধ গাজায় জনজীবনে ইতোমধ্যে ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছে। পানির মজুত শেষ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে শেষ হয়ে আসছে শিশুদের জন্য আসন্ন বিপর্যয় ঠেকানোর সময়সীমাও।
যুদ্ধবিরতি ঘোষণা করে যদি অবরোধ তুলে না নেয়া হয়, সে ক্ষেত্রে শিগগিরই গাজায় হাজার হাজার শিশুর মৃত্যু দেখতে হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার তাদের একটি লিখিত বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর গত ১১ দিনের অভিযানে ১ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গড় হিসাবে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু ঘটছে গাজায়।
ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, পানির অভাবে মানুষ, বিশেষ করে ছোট বাচ্চারা শিগগিরই পানিশূন্যতায় মারা যেতে শুরু করবে।
সেভ দ্য চিলড্রেনস ফিলিস্তিন অফিসের পরিচালক জেসন লি বলেন, ফিলিস্তিনে পানি ফুরিয়ে যাচ্ছে ও গাজার শিশুদের জন্য সময় ফুরিয়ে আসছে। যুদ্ধ শেষ না হলে, যুদ্ধবিরতি ছাড়াই হাজার হাজার শিশুর জীবন সংকটে পরবে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়। তার জবাবে ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।
অভিযানে ইতোমধ্যে গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অপারেশন সোর্ডস অফ আয়রনও শুরু করে।
সশস্ত্র সংঘাতে ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে ৩ হাজার একজন ফিলিস্তিনি এবং এক হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি রয়েছে।