বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলকে বাইডেনের ‘অন্ধ সমর্থন’: স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তার পদত্যাগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ অক্টোবর, ২০২৩ ১১:০১

স্টেট ডিপার্টমেন্টের ওই কমর্কর্তা বলেন, এক পক্ষের (ইসরায়েল) প্রতি অন্ধ সমর্থন দীর্ঘমেয়াদে উভয় পক্ষের জনগণের জন্য ধ্বংসাত্মক বিষয় হয়ে দাঁড়াবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বুধবার রাতে পদত্যাগ করেছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, দুই পৃষ্ঠার চিঠিতে পদত্যাগের কারণ জানান স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের অস্ত্র স্থানান্তর সংক্রান্ত বিষয়ে ১১ বছরের বেশি সময় ধরে কাজ করা জশ পল।

পদত্যাগপত্রে জশ পল লিখেন, বিদ্যমান পরিস্থিতিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বড় পরিসরে ও দ্রুত সময়ে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের বিষয়ে সিদ্ধান্তে এসেছেন।

ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশটিকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সমর্থনে ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের পাশাপাশি ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে এসেছেন প্রেসিডেন্ট বাইডেন। পাশাপাশি ইহুদি রাষ্ট্রটির যা যা লাগবে, তা দিতে আমেরিকা প্রস্তুত রয়েছে বলে বার্তা দিয়েছেন তারা।

পদত্যাগের চিঠিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা জশ পল লিখেন, ইসরায়েলের ওপর হামাসের হামলা শুধু বীভৎসা নয়, এটি বীভৎসার বীভৎসতা।

তিনি আরও লিখেন, হামাসের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রতিক্রিয়া এবং তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও দখলদারিত্বের স্থিতাবস্থা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শুধু তীব্র ভোগান্তিই ডেকে আনবে। এটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে যাবে না।

স্টেট ডিপার্টমেন্টের ওই কমর্কর্তা আরও বলেন, এক পক্ষের (ইসরায়েল) প্রতি অন্ধ সমর্থন দীর্ঘমেয়াদে উভয় পক্ষের জনগণের জন্য ধ্বংসাত্মক বিষয় হয়ে দাঁড়াবে।

ইসরায়েলের তেল আবিবে গিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিত্র রাষ্ট্রটির প্রতি তার পূর্ণাঙ্গ সমর্থনের কথা জানান। ফিলিস্তিনের জনগণসহ বিভিন্ন মহল মনে করছে, বাইডেনের সমর্থনে হামাস নিধনের নামে নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় উৎসাহ পাচ্ছে ইসরায়েল।

এ বিভাগের আরো খবর