গাজার হাসপাতালে হামলায় ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি এমন মন্তব্য করেছেন।
বুধবার সকালে এয়ারফোর্স-ওয়ান বিমানে তেল আবিবে পৌঁছান বাইডেন। পরে নেতানিয়াহুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
বৈঠকে গাজার হাসপাতালে ভয়াবহ হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে যে এটি অন্য কোনো গ্রুপের কাজ, আপনার নয়…। সেখানে অনেক মানুষ ছিল, যারা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।’
তবে এমন ধারণার পেছনের কারণ সম্পর্কে বৈঠকে বিস্তারিত জানাননি বাইডেন।
গাজার আল-আহলি আরব হাসপাতালে মঙ্গলবার রাতে হামলা থেকে বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৫০০ জন নিহত হন।
হামলার পরপরই হামাস দাবি করে, ইসরায়েলের বিমান হামলায় এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ দাবি করে, এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। চরমপন্থি সংগঠন প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদ-পিআইজের লক্ষভ্রষ্ট রকেটে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
হাসপাতালে হামলার মতো অমানবিক ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানান বাইডেন। বলেন, ‘হামাস পুরো প্যালেস্টেনিয়ানদের প্রতিনিধিত্ব করে না। এই গ্রুপটি তাদের জন্য কেবল দুর্ভোগই বয়ে এনেছে।’
নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, ‘নিরপরাধ প্যালেস্টেনিয়ান, যারা এই যুদ্ধের মধ্যে পড়ে ভুগছেন, তাদের প্রাণ রক্ষার সক্ষমতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।’
ইসরায়েল সফরে আসার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি এতে গভীরভাবে আবেগতাড়িত। সব ইসরায়েলির পক্ষ থেকে বলছি, সবসময় ইসরায়েলের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট।’
হামাসকে পরাজিত করার সংকল্পে ইসরায়েল ঐক্যবদ্ধ জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে হারাতে সভ্য বিশ্বকেও একজোট হতে হবে।’
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাইডেনের। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় হতাহত ও জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন বাইডেন।
বাইডেনের এরপর জর্ডান সফরের কথা ছিল। কিন্তু গাজায় হাসপাতালে হামলার ঘটনার জের ধরে তার সঙ্গে বৈঠক বাতিল করেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জর্ডানে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে জর্ডান সফর বাতিল করেন বাইডেন।