ফিলিস্তিনের গাজা উপত্যকতায় টানা হামলা চালানোর প্রতিবাদে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে ইসলামি সহযোগী সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জাানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহহিয়ান এক বিবৃতিতে বুধবার এ আহ্বান জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি বলেন, ওআইসির সদস্যদের উচিত ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং সব ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা।
মঙ্গলবার গভীর রাতে গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর ক্রমবর্ধমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিয়ে আলোচনার জন্য সৌদির শহর জেদ্দায় ওআইসির একটি জরুরি বৈঠক হয়।
গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের নথিভুক্ত করার জন্য আমিরাব্দুল্লাহহিয়ান ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানান।
এর আগে চলমান সংঘাতে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি। ইসরায়েলি হামলায় প্রতিদিন নিহত হচ্ছে অনেক মানুষ।
ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।