ফিলিস্তিনের গাজা উপত্যকায় সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিমান হামলায় রোববার নাগাদ নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, আকাশ থেকে ইসরায়েলের ছোড়া বোমায় আহত হয়েছে ৯ হাজার ৭১৪ ফিলিস্তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজার শাসক দল হামাস। এতে এক হাজার তিন শ ইসরায়েলি নিহত ও তিন হাজার ৪০০ জন আহত হয়। ওই হামলার জবাবে গাজায় বোমাবৃষ্টি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির ছোড়া গোলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বিমান হামলার পাশাপাশি উত্তর গাজায় স্থল অভিযানের প্রস্তুতিও নিয়ে রেখেছে ইসরায়েল। এরই মধ্যে উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়ার তাগিদ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই তাগিদের পরিপ্রেক্ষিতে গাজার দক্ষিণাঞ্চলে গেছে হাজারো ফিলিস্তিনি, তবে হামাসের আহ্বান ও ব্যক্তিগত তাগিদ থেকে অনেক ফিলিস্তিনি তাদের বাড়িতে রয়ে গেছেন।
এমন বাস্তবতায় ইসরায়েলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে ফের বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি ‘সুদৃঢ় অঙ্গীকারের’ অংশ হিসেবে রণতরি পাঠানোর কথা জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।