বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গাজায় মৃত্যুর শব্দের চেয়ে জোরালো কিছু নেই’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ অক্টোবর, ২০২৩ ১১:০১

অডিওবার্তায় এলমাসরি বলেন, ‘যারা আমার কণ্ঠ শুনছেন তাদের সবাইকে বলছি, দয়া করে গাজাকে বাঁচাতে অবিলম্বে কাজ করুন।’

গাজাকে দ্রুত বাঁচাতে সবাইকে অনুরোধ জানিয়ে শহরটির এক বাসিন্দা আল জাজিরাকে অডিওবার্তা পাঠিয়েছেন।

আফনান এলমাসরি ওই অডিওবার্তায় জানান, উপত্যকায় মৃত্যুর আওয়াজের চেয়ে জোরালো আর কিছু নেই।

আল জাজিরার রোববারের প্রতিবেদনে এলমাসরিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমি এখন বেঁচে আছি, কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যে আমি বেঁচে থাকব কি না জানি না। আমরা এখানে নীরবে মারা যাব; আমাদের কথা শোনার কেউ নেই।’

তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্রের শব্দের চেয়ে জোরালো আর কিছুই নেই; মৃত্যুর শব্দের চেয়ে জোরালো আর কিছু নেই।’

এলমাসরি প্রশ্ন করেন, ‘আমি জানতে চাই, গাজার গণহত্যা কি বিশ্বকে নাড়া দেয়ার জন্য যথেষ্ট নয়?

‘যারা আমার কণ্ঠ শুনছেন তাদের সবাইকে বলছি, দয়া করে গাজাকে বাঁচাতে অবিলম্বে কাজ করুন।’

গাজায় ইসরায়েলের সপ্তাহের বেশি সময় ধরে হামলায় দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত ও আট হাজার ৭১৪ জন আহত হয়। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় তিন হাজার ৪০০ জন। উপত্যকায় স্থল হামলা চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে দেশটির প্রতি সমর্থন জানাতে রোববার ভূমধ্যসাগরে আবার বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ বিভাগের আরো খবর