বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ঘণ্টার কম সময়ে হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত: প্রতিবেদন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২৩ ১২:৫২

ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফার এক খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা সিটির তাল আল-হাওয়া এলাকা ও রেড ক্রিসেন্ট পরিচালিত আল-কুদস হাসপাতালে হামলা চালায়। ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে এসব জায়গায় আশ্রয় নিয়েছিল শত শত ফিলিস্তিনি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টার কম সময়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে উপত্যকার বিভিন্ন হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটির শনিবারের প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২০ শিশু রয়েছে।

ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফার এক খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা সিটির তাল আল-হাওয়া এলাকা ও রেড ক্রিসেন্ট পরিচালিত আল-কুদস হাসপাতালে হামলা চালায়। ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে এসব জায়গায় আশ্রয় নিয়েছিল শত শত ফিলিস্তিনি।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বোমা উপত্যকার বেশ কিছু বাড়ি ও আবাসিক ভবন বিধ্বস্ত হয়।

এতে উল্লেখ করা হয়, দক্ষিণ গাজার নাসের হাসপাতাল ও আবু ইউসেফ আল-নাজ্জার হাসপাতাল হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এ দুই প্রতিষ্ঠান আক্রান্তদের সেবা দিতে সক্ষম হবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ব্যাপক বোমা ছোড়ে ইসরায়েল। দেশটির হামলায় কমপক্ষে এক হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত ও সাত হাজার ৬৯৬ জন আহত হয়, যাদের অনেকেই বেসামরিক নাগরিক।

ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ জন নিহত ও তিন হাজার ৪০০ জন আহত হয়।

এ বিভাগের আরো খবর