ইসরায়েলের স্থল অভিযানের প্রস্তুতির মধ্যে গাজা সিটি ছেড়ে উপত্যকার দক্ষিণে যাওয়ার সময় গাড়িতে হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।
উপত্যকার শাসক দলটির মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা শনিবার জানায়, ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ গন্তব্যের দিকে ছুটে চলার সময় ফিলিস্তিনিদের বহনকারী গাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারানো ফিলিস্তিনিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পরপরই গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল, যা অব্যাহত রয়েছে। গাজা সীমান্তের কাছে বিপুল সেনাও জড়ো করেছে দেশটি। এর মধ্যেই বৃহস্পতিবার গাজা সময় রাত ১১টায় ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে গাজা সিটি তথা উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।
জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনিদের এ বার্তা দেয় ইসরায়েল, তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এত অল্প সময়ে ১০ লক্ষাধিক মানুষের স্থানান্তর সম্ভব নয়। এ ছাড়া অসুস্থ রোগীদের ফেলে রেখে গাজার অনেক চিকিৎসক সিটি ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।