বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুদ্ধ গাজার বাইরে ছড়িয়ে পড়ার ইঙ্গিত ইরানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ অক্টোবর, ২০২৩ ০৯:০৬

বৈরুতে যাওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(ইসরায়েলের) অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ ও গাজাকে অবরুদ্ধ রাখার পরিপ্রেক্ষিতে যুদ্ধের আরও ক্ষেত্র উন্মুক্ত হওয়াটা বাস্তব সম্ভাবনা।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুদ্ধের আরও ক্ষেত্র উন্মুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদোল্লাহিয়ান।

ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল। হামাসের হামলা ও ইসরায়েলের পাল্টা হামলায় দুই ভূখণ্ডে প্রাণহানি বেড়ে প্রায় তিন হাজারে দাঁড়িয়েছে।

এমন বাস্তবতায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র লেবাননের রাজধানী বৈরুতে যান ইরানের শীর্ষ কূটনীতিক। সেখানে লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি তাকে স্বাগত জানান হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) নেতারা।

বৈরুতে যাওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(ইসরায়েলের) অব্যাহত আগ্রাসন, যুদ্ধাপরাধ ও গাজাকে অবরুদ্ধ রাখার পরিপ্রেক্ষিতে যুদ্ধের আরও ক্ষেত্র উন্মুক্ত হওয়াটা বাস্তব সম্ভাবনা।’

আঞ্চলিক সফরের অংশ হিসেবে আমির-আবদোল্লাহিয়ান এরই মধ্যে ইরাক সফর করেছেন। তার সিরিয়া যাওয়ারও কথা রয়েছে।

গাজায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে লেবাননের দক্ষিণ সীমান্তে দেশটির সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনার মধ্যে বৈরুতে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধরত হামাস ও লেবাননের হিজবুল্লাহ উভয়ই ইরানের মিত্র।

এ বিভাগের আরো খবর