ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামলায় প্রায় পাঁচ হাজার ৬০০ জন আহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের হামলার পর থেকে গাজা ভূখণ্ডে বৃষ্টির মতো বোমা ছুড়ছে ইসরায়েল, যে হামলায় ২০ লাখের বেশি বাসিন্দার উপত্যকাটিতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিপুলসংখ্যক হতাহত মানুষের চাপে ভারাক্রান্ত হয়ে গেছে গাজার হাসপাতালগুলো।
হামাসের বিরুদ্ধে বদলা নেয়ার অংশ হিসেবে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী সরবরাহের পথ বন্ধ রেখেছে ইসরায়েল। গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির জ্বালানি শেষ হয়ে গেছে। এমন বাস্তবতায় ভয়াবহ বিপর্যয়ে পড়েছে উপত্যকার লাখ লাখ মানুষ।