ফিলিস্তিনের গাজায় সাধারণ মানুষের ওপর ইসরায়েল বিষাক্ত সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ অভিযোগ তুলেছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজার পাশ্ববর্তী কারামায় ইসরায়েল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা হচ্ছে।
ধোয়ায় আচ্ছন্ন একট পরিবেশ সৃষ্টি এবং সেনাদের চলাফেরা সীমিত করতে সাদা ফসফরাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। তবে ১৯৮০ সালে জেনেভা কনভেনশনে ঘনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার নিষিদ্ধ করা হয়।
ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি দাবি ইসরায়েলের বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ এনেছেন।
তিনি লিখেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা শহরের উত্তর-পশ্চিমে ঘনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে।
হামলা-পাল্টা হামলায় প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪,৫০০ জনেরও বেশি আহত হয়েছে। এ ছাড় এক হাজার ইসরায়েলি নিহত এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়েছে।