বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিষ্টিকুমড়ার ওজন ১ হাজার ২৪৭ কেজি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২৩ ১৪:২২

ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে ‘৫০তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট-অফ’ প্রতিযোগিতায় ২ হাজার ৭৪৯ পাউন্ড বা প্রায় ১ হাজার ২৪৭ কেজি ওজনের বিশাল মিষ্টিকুমড়াটি এনেছিলেন ট্র্যাভিস জিয়েনজার।

জলহস্তীর সমান ওজনের একটি মিষ্টিকুমড়াকে বিশ্বের সবচেয়ে ভারী মিষ্টিকুমড়ার স্বীকৃতি দেয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে ‘৫০তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট-অফ’ প্রতিযোগিতায় ২ হাজার ৭৪৯ পাউন্ড বা প্রায় ১ হাজার ২৪৭ কেজি ওজনের বিশাল মিষ্টিকুমড়াটি এনেছিলেন ট্র্যাভিস জিয়েনজার।

বার্ষিক এ আয়োজনে বিশাল আকারের ফসলের প্রদর্শন করা হয়। এ আয়োজনে ৩০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন ট্র্যাভিস।

৪৩ বছর বয়সী উদ্যানতত্ত্বের শিক্ষক ট্রাভিস জিয়েনজার বলেন, ‘আমি এটা আশা করিনি। এটা সেই অনুভূতি ছিল।’

তিনি আরও জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে মিষ্টিকুমড়া চাষ করে আসছেন।

ক্যালিফোর্নিয়ার প্রতিযোগিতাটি সমগ্র উত্তর আমেরিকা থেকে বড় মিষ্টিকুমড়া উৎপাদনকারীদের মধ্যে হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটার ট্র্যাভিস জিয়েনজার প্রতিযোগিতায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২৫০ পাউন্ডের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন।

ট্র্যাভিস জানান, বাড়ির পেছনে কুমড়ার চারা লাগিয়েছিলেন তিনি। এরপর কুমড়া হয়। ধীরে ধীরে সেটিকে বড় করেন তিনি। প্রতিদিন গাছের গোড়ায় ১২ বার পানি দিতেন ট্র্যাভিস। বাড়তি যত্ন নিতেন। এ কারণে তার বাগানে কুমড়াটি এত বড় হয়েছে।

চ্যাম্পিয়ন হওয়া মিষ্টিকুমড়াটি এই সপ্তাহান্তে হাফ মুন বেতে প্রদর্শন করা হবে।

এ বিভাগের আরো খবর