ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে মঙ্গলবার দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আলআরবিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের অতর্কিত হামলার পর দুই পক্ষের সংঘর্ষের মধ্যে হিজবুল্লাহর যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে শঙ্কা বাড়তে থাকে। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে সে শঙ্কা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত সংঘাতে পুরোপুরি জড়ায়নি সশস্ত্র গোষ্ঠীটি।
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের আভিভিমে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে হিজবুল্লাহর পর্যবেক্ষণ চৌকিতে হেলিকপ্টার হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
বাহিনীটি আরও জানায়, হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইরানের বিপ্লবী গার্ডের মাধ্যমে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসরায়েলের সঙ্গে লড়াইরত ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের। এবারের যুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বন্দুক ও রকেট ফিলিস্তিনিদের সঙ্গে আছে।
হামাসের হামলার পরের দিন রোববার লেবানন সীমান্তবর্তী বিতর্কিত সেবা ফার্মস এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এ ছাড়া সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর আরও দুটি চৌকিতে হামলা চালায় গোষ্ঠীটি।