এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক জন ফসে।
বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়েছে, অনুচ্চারিত থেকে যাওয়া কথাগুলো নাটক এবং গদ্যে উপস্থাপন করে তিনি এই পুরস্কার পেলেন।
গত বছর এ বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি লেখক আনি এরনো। তার আগের বছর তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ সাহিত্যে নোবেল পুরস্কার পান।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রবর্তন করেন। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
প্রতি বছর প্রত্যেক বিজয়ীকে একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা সনদ এবং নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অর্থ প্রদান করা হয়। বিজয়ীদের বলা হয় নোবেল লরিয়েট।
গত বছর পুরস্কার ছিল ১ কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ১০ লাখ ডলার)। এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার ডলার বাড়িয়ে ৯ লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে (১১ লাখ ক্রোনা)।