বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেনের যাত্রা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ অক্টোবর, ২০২৩ ১১:৩৯

সরাসরি কার্বন নির্গমন ছাড়াই ঘণ্টায় ২১৭ মাইল ছুটে যায় বিদ্যুৎচালিত বুলেট ট্রেন। পূর্ব জাকার্তার হালিম রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম বান্দুংয়ের পাদালারাং রেলওয়ে স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টারও কম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে জানায়, দ্রুতগতির এ ট্রেন সেবা দেশেটির বড় দুটি শহরকে সংযুক্ত করেছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর অর্থায়নে ৭৩০ কোটি ডলারের প্রকল্পটি বাস্তবায়ন হয়। রোববার জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ট্রেনটি।

ইন্দোনেশিয়ার পরিবহন কোম্পানি কেসিআইসির তথ্য অনুযায়ী, আটটি বুলেট ট্রেনের সবগুলোতে ওয়াইফাই সেবা ও ইউএবি চার্জিং পয়েন্ট সুবিধা আছে।

ট্রেনগুলো রাজধানী জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, শিল্প ও সংস্কৃতিকেন্দ্র পশ্চিম জাভার বান্দুং পর্যন্ত চলাচল করবে।

এর আগে ১৭ সেপ্টেম্বর জাকার্তা থেকে বান্দুং প্ল্যাটফর্মে সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে চলাচল করে বুলেট ট্রেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুতগতির এ রেললাইনের নাম দেয়া হয়েছে ‘হুশ’, ইন্দোনেশিয়ার ভাষায় যার অর্থ সময় সাশ্রয়ী, সন্তোষজনক কার্যক্রম ও নির্ভরযোগ্য সিস্টেমের।

সরাসরি কার্বন নির্গমন ছাড়াই ঘণ্টায় ২১৭ মাইল ছুটে যায় বিদ্যুৎচালিত বুলেট ট্রেন। পূর্ব জাকার্তার হালিম রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম বান্দুংয়ের পাদালারাং রেলওয়ে স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টারও কম।

ট্রেনগুলোতে প্রথম, দ্বিতীয় ও ভিআইপি শ্রেণির তিন ধরনের আসন আছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে ২০১৫ সালে বুলেট ট্রেন চুক্তিটি প্রথম সই হয়েছিল। নির্মাণকাজ শুরু হয় পরের বছর থেকে।

এ বিভাগের আরো খবর