ভারি বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তাঘাট তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, এক দশকে শহরের সবচেয়ে বেশি প্লাবিত দিন ছিল শুক্রবার। এমন বাস্তবতায় শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
জলাবদ্ধতার কারণে বিমানবন্দর ও সাবওয়ে পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, শহরের লাগার্ডিয়া বিমানবন্দরে প্রবেশের জন্য পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দরটির একটি টার্মিনাল বন্ধ করা হয়েছে।
নিউ ইয়র্কে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানিতে অর্ধ-নিমজ্জিত গাড়ি, ও যানজট শহরের রাস্তাকে অচল করে দিয়েছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।
শহরের চারপাশে চলাফেরা করা যাচ্ছে না জানিয়ে মেয়র বাড়িতে বা কর্মক্ষেত্রে থাকা লোকজনকে আপাতত সেসব জায়গাতে থাকার অনুরোধ করেন।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালিজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে ট্রেন চলাচল বন্ধ আছে।