লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার দেশটির স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ওপর প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন সরকারের আক্রমণ এবং সুশীল সমাজের সংস্থাগুলোর ওপর দমনপীড়নে সহায়তাকারীর ভূমিকায় থাকা নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পদক্ষেপ নেয়া শুরু করেছে স্টেট ডিপার্টমেন্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের আগস্ট থেকে প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো স্বেচ্ছাচারী কায়দায় দেশের সর্বাধিক পরিচিত দুই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি ও সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করে রেখেছে। উপরন্তু ওর্তেগা ও মুরিল্লো স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়ে স্বদেশে উন্নত জীবন গড়তে চাওয়া নিকারাগুয়ার নাগরিকদের আশা ও স্বপ্নকে ব্যাহত করছেন।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত নিকারাগুয়ার সহস্রাধিক কর্মকর্তার ভিসা যোগ্যতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘন, স্বাধীন মত দেয়া লোকজনের ওপর দমনপীড়ন ও দুর্নীতিতে জড়িত। নিজ দেশের নাগরিকদের ওপর দমনপীড়ন চালানোর পাশাপাশি তাদের মানবাধিকার অস্বীকার করা লোকজন যুক্তরাষ্ট্রে অবাধ ভ্রমণের আশা করতে পারে না।