বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালির ‘মাফিয়া বস’ দেনারো মারা গেছেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৮

অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই সংগঠিত অপরাধীচক্রের ‘বস’ নাকি একবার গর্ব করে বলেছিলেন, তার হাতে নিহতদের দিয়ে ‘একটা কবরস্থান ভরে ফেলা যাবে।’

৩০ বছর ধরে পালিয়ে থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ইতালির সেই মাফিয়া বস মাত্তিও মেসিনা দেনারো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সেন্ট্রাল ইতালির ল আকিলার সান সালভাতোর হাসপাতালে তার মৃত্যু হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বরাতে সোমবার জানিয়েছে সিএনএন।

দেনারো দেখতে কেমন, সেই তথ্যই ছিল না পুলিশের হাতে। তবে শেষ পর্যন্ত গত জানুয়ারিতে ধরা পড়েন ইতালির মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত এই প্রধান।

অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই সংগঠিত অপরাধীচক্রের ‘বস’ নাকি একবার গর্ব করে বলেছিলেন, তার হাতে নিহতদের দিয়ে ‘একটা কবরস্থান ভরে ফেলা যাবে।’

ইতালির কর্তৃপক্ষ কীভাবে সর্বোচ্চ স্তরের মাফিয়া সিন্ডিকেটগুলোকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে তার এক জীবন্ত প্রতীক ছিলেন এই মাত্তিও মেসিনা দেনারো।

তার অনুপস্থিতিতেই আদালতে বিচার হয়েছিল মেসিনার এবং ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কিন্তু ১৯৯৩ সাল থেকে অনেক চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারছিল না।

সিসিলির একটি প্রাইভেট ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করার পর এখন বেরিয়ে আসতে থাকে, এতদিন সবার চোখ ফাকি দিয়ে পালিয়ে ছিলেন তিনি।

এই মাফিয়া বসকে যখন পালেরমো শহরের একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ভুয়া নাম-পরিচয়ে ওই ক্লিনিকে কেমোথেরাপি নিতে এসেছিলেন।

নিরাপত্তা বাহিনীর ১০০ জনেরও বেশি সশস্ত্র সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং একটি গোপন স্থানে নিয়ে যায়।

এ বিভাগের আরো খবর