বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডায়ানার ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার বিক্রি হলো ১১ লাখ ডলারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৩৫

প্রিন্সেস ডায়ানার এ সোয়েটারটির বিশেষত্ব হলো, এতে উলের কাজের সারি সারি সাদা ভেড়ার প্রকৃতির মধ্যে একটি কালো ভেড়ার প্রকৃতি রয়েছে। তাই এর নাম দেয়া হয় ‘ব্ল্যাক শিপ’।  

প্রিন্সেস ডায়ানার পরা ‘ব্ল্যাক শিপ’ নামে একটি লাল সোয়েটার নিলামে বিক্রি হয়েছে।

আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোথেবি বৃহস্পতিবার সোয়েটারটি ১ দশমিক ১ মিলিয়ন বা ১১ লাখ ডলারে বিক্রি করে, তবে এটি কে কিনেছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ডায়ানার এ সোয়েটারটির বিশেষত্ব হলো, এতে উলের কাজের সারি সারি সাদা ভেড়ার প্রকৃতির মধ্যে একটি কালো ভেড়ার প্রকৃতি রয়েছে। তাই এর নাম দেয়া হয় ‘ব্ল্যাক শিপ’।

সোথেবির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া প্রিন্সেস ডায়ানার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সোয়েটারটি। এর আগে জানুয়ারি মাসে তার ইনফ্যান্টা-স্টাইলের একটি বল গাউন বিক্রি হয় ৬ লাখ ৪ হাজার ডলারে।

ব্রিটিশ প্রিন্স চার্লসের বাগদানের পর ১৯ বছর বয়সী ডায়ানা ১৯৮১ সালের জুনে একটি পোলো ম্যাচে সোয়েটারটি পরেছিলেন, যেই ম্যাচে প্রিন্স চার্লস অংশ নিয়েছিলেন।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি টানেলে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। তাকে বলা হতো ‘দি মোস্ট ফটোগ্রাফড ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড।’

এ বিভাগের আরো খবর