স্পেনের রাজধানী মাদ্রিদে আনন্দময় এক সকাল পার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইউরোপের দেশটিতে সফরের সময় হাতে স্মার্টওয়াচ নিয়ে শাড়ি ও স্যান্ডেল পরে জগিং করতে দেখা গেছে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মমতার অফিশিয়াল অ্যাকাউন্টে বৃহস্পতিবার প্রকাশিত পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাদ্রিদের একটি পার্কে সফরসঙ্গীদের নিয়ে জগিং করছেন মমতা। ইনস্টাগ্রামে জগিংয়ের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেন, ‘সতেজকারী সকাল। ভালো জগিং আপনাকে সারা দিন উদ্যমী রাখে। সবাই ফিট, স্বাস্থ্যবান থাকুন!’
প্রতিদিন ট্রেডমিলে হাঁটার জন্য সুখ্যাতি আছে তৃণমূলনেত্রী মমতার। ২০১৯ সালের একটি ভিডিওতে দেখা যায়, দার্জিলিংয়ের পাহাড়ে জগিং করছেন তিনি। সফরসঙ্গীদের সঙ্গে জগিং করে ১০ কিলোমিটার পাড়ি দেন মমতা।
স্পেন থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, পার্কে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘সংগীত শাশ্বত; আপনার সঙ্গে সঙ্গে সংগীতেরও বেড়ে ওঠা ও পরিণত হওয়া উচিত।’
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের দেশটিতে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। ফুটবল নিয়ে একটি চুক্তিও করার কথা রয়েছে তার।