বন্যার পানি উঠে পড়ায় চীনের একটি বাণিজ্যিক খামার থেকে পালিয়েছে ৭০টির বেশি কুমির, ওই কুমিরগুলো ধরতে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের মাওমিংয়ের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে বুধবার জানিয়েছে সিএনএন।
এক সঙ্গে সরীসৃপ শ্রেণির এতগুলো প্রাণী নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও।
হাই বাও নিউজ জানিয়েছে, পেং কুন গ্রামের কাছের ও খামার থেকে ৬৯টি প্রাপ্তবয়স্ক কুমির এবং ছয়টি বাচ্চা কুমির হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করেছে।
শব্দের মাধ্যমে অর্থাৎ ‘সোনার শনাক্তকরণ’ পদ্ধতিতে সরঞ্জাম ব্যবহার করে নিখোঁজ এসব কুমির খুঁজে বের করতে একটি জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং নিউজ।
কর্তৃপক্ষ বলছে, বন্যার পানির গভীরতা অভিযানের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। বাসিন্দারা যেন বাড়িঘর ছেড়ে বাইরে না আসেন সে ব্যাপারে অনুরোধ করা হচ্ছে।
জরুরি স্কোয়াডের একজন সদস্য বলেছেন, কুমিরগুলো ধরার পরিবর্তে এখন এগুলোকে যন্ত্রণাহীন মৃত্যুর দিকে নিয়ে যাওয়া ভালো হবে।