বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে আটকা পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নয়াদিল্লিতে আটকে থাকার পর মঙ্গলবার বিকেলে তিনি রওনা হন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে পৌঁছান ট্রুডো। দুই দিনের সম্মেলন শেষে রোববার দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু ট্রুডোসহ কানাডার প্রতিনিধি দলকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আরেকটি বিমান ট্রুডোকে কানাডায় নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি। পরে আগের বিমানটির যান্ত্রিক ত্রুটি সমাধান হওয়ায় এ বিমানই তাকে নিয়ে রওনা হয়।
প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানের যান্ত্রিক ত্রুটি ঠিক হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি এখন কানাডার পথে।