বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালিতে নৌকা ও সেনা ক্যাম্পে হামলায় নিহত ৬৪

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫৫

হামলায় হতাহতের ঘটনায় মালি সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

মালিতে যাত্রীবাহী নৌকা ও সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ ঘটনায় কমপক্ষে ৪৯ বেসামরিক ও ১৫ সেনা নিহত হয়েছেন। এ ছাড়াও হামলায় কমপক্ষে ৫০ হামলাকারীও নিহত হয়েছেন।

আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসী দল দেশটির রাহাউসে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হামলাটি চালায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার শিকার নৌকাটি নাইজার নদীতে যাচ্ছিল। ওই সময় কমপক্ষে তিনটি রকেট একে লক্ষ্য করে হামলা চালায়।

একই সঙ্গে দেশটির বোরেম সার্কেলের পূর্বে গাও অঞ্চলের অংশে একটি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে মালি সরকার।

এএফপির প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি দল উভয় হামলার দায় স্বীকার করে।

মালিসহ সাহেল অঞ্চলে গত এক দশকে আল-কায়েদা ও আইএসসহ বিভিন্ন গোষ্ঠীর সহিংসতা বেড়েছে।

এ বিভাগের আরো খবর