মিয়ানমারের এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তাশাসিত আদালত।
দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই কোনো সংবাদকর্মীকে দেয়া সর্বোচ্চ সাজা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের ভেতর বুধবার তাদের ফটোসাংবাদিক সাই জ থাইককে দণ্ড দেয়া হয়। রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই রায় দেয় আদালত।
চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় মোচা কাভার করতে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গিয়ে গ্রেপ্তার হন এ ফটোসাংবাদিক। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়, যেগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন ও টেলিযোগাযোগ আইন লঙ্ঘন।
মিয়ানমার নাউয়ের এডিটর-ইন-চিফ সোয়ে উইন বলেন, দীর্ঘ কারাদণ্ডের কথা শুনে সাই জ থাইকের সব সহকর্মী ব্যথিত।
তিনি এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে সামরিক শাসনের অধীনে গণমাধ্যমের স্বাধীনতা যে সম্পূর্ণ পদদলিত, তার আরেকটি ইঙ্গিত হলো ফটোসাংবাদিকের এ সাজা। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, পেশাগত কাজের স্বাধীন সাংবাদিকদের চড়া মূল্য দিতে হচ্ছে।