যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনায় মঙ্গলবার ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজের আরেক নেতা এনরিকে তারিওকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস ভবনে হামলার ঘটনায় হওয়া মামলায় এটিই এখন পর্যন্ত দেয়া সর্বোচ্চ সাজা।
তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি মায়ামির বাসিন্দা ৩৯ বছর বয়সী তারিওকে ওই সাজা দেন।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে জো বাইডেনের জয়ের স্বীকৃতি আটকে দিতে দাঙ্গার পরিকল্পনায় ভূমিকা রাখায় রাষ্ট্রদ্রোহিতামূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন তারিও। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছিলেন ট্রাম্প, যা পরবর্তী সময়ে অসত্য বলে প্রমাণ হয়।
তারিওর আইনজীবীদের ভাষ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি প্রাউড বয়েজের এ নেতার ওয়াশিংটনে না থাকার অর্থ হলো দাঙ্গায় তার ‘সরাসরি প্রভাব’ নেই।
সাজার বিষয়ে বিচারক বলেন, ‘তারিও ওই ষড়যন্ত্রের চূড়ান্ত নেতা।’
প্রসিকিউটরদের ভাষ্য, তারিও প্রাউড বয়েজের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছেন।
তারিওকে ৩৩ বছরের কারাদণ্ড দিতে বিচারক টিমোথির কাছে সুপারিশ করেছিলেন প্রসিকিউটররা। তাদের ভাষ্য, বাল্টিমোরে বসে হামলা পরিচালনায় সহায়তা করেছেন প্রাউড বয়েজের এ নেতা।
অন্যদিকে আইনজীবীরা তারিওর সাজা ১৫ বছরের বেশি না করার আবেদন করেন।
বিচারক কারও আবেদনই গ্রহণ না করে প্রাউড বয়েজের শীর্ষস্থানীয় নেতাকে ২০ বছরের বেশি সময়ের কারাদণ্ড দেন।