সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার, ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার আন্তনি ম্যাথিউসকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, আন্তনির বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া পর্যন্ত জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে ২৩ বছর বয়সী এ ফুটবলারকে। খবর বিবিসির
ব্রাজিলের নিউজ আউটলেট ইউওএল সোমবার আন্তনির সাবেক প্রেমিকার করা অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করে।
অভিযোগে বলা হয়, চলতি বছর ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল কক্ষে তার সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিনকে ‘হেডবাট’ দিয়ে আঘাত করেন আন্তনি। এ ঘটনায় গ্যাব্রিয়েলার মাথা ফেটে যায়।
গ্যাব্রিয়েলা আরও অভিযোগ করে জানান, তাকে বুকে আঘাত করার কারণে তার সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টের (কৃত্রিমভাবে স্থাপন করা স্তন) ক্ষতি হয়।
আন্তনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘আমি বলতে পারি অভিযোগগুলো মিথ্যা ও আমি বিশ্বাস করি, পুলিশি তদন্ত আমাকে নির্দোষ ও সত্য প্রমাণ করবে।’