উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসির পার্টনার সিবিএস নিউজকে এ তথ্য জানান।
বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করবেন এ দুই নেতা।
কিম জং ও পুতিনের মধ্যে বৈঠকটি কোথায় হবে তা স্পষ্ট জানানো হয়নি।
একাধিক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, কিম জং উন সাঁজোয়া ট্রেনে করে রাশিয়া সফর করতে পারেন। দুই দেশের মধ্যে অস্ত্র আলোচনা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার এমন নতুন তথ্য পাওয়ার পর দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠকের খবর আসে।
এদিকে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপসহ ব্যবস্থা নেবে বলে জানান দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।
এর আগে ভ্লাদিমির পুতিন ও কিম জং উন ২০১৯ সালে রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরে দেখা করেছিলেন।