যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষে এই ঘোষণা দেয়া হয় বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
ফার্স্ট লেডি আক্রান্ত হলেও করোনা শনাক্ত হয়নি জো বাইডেনের শরীরে। তিনি সুস্থ আছেন।
ভারতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে জো বাইডেনের। ওই সম্মেলনে ঠিক আগ মুর্হূর্তে এমন সংকট কিছুটা অনিশ্চয়তা তৈরি করল।
ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ধ্যায়, ফার্স্ট লেডির করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে মৃদু উপসর্গ অনুভব করছেন। তিনি ডেলাওয়ারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার সন্ধ্যায় ডেলাওয়ার থেকে তিনি একাই হোয়াইট হাউসে ফিরে এসেছেন।
গত বছরের অগস্টে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২ বছর বয়সী জিল বাইডেন। তার আগে জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন।