জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যু হয়েছে।
তার স্ত্রী ন্যাডিন স্ট্রিক রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এ খবর জানান।
তিনি জানান, শনিবার রাত ১টার দিকে মৃত্যু হয় ৪৯ বছর বয়সী স্ট্রিকের।
সম্প্রতি হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম, যা পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণ হয়, তবে এবার ক্রিকেট কিংবদন্তির স্ত্রীই নিশ্চিত করেন তার স্বামীর চলে যাওয়ার খবরটি।
হিথ স্ট্রিকের স্ত্রী ন্যাডিন তার ফেসবুক পোস্টে জানান, তার স্বামী হিথ স্ট্রিক শনিবার গভীর রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই বাড়িতে তিনি তার পরিবার ও কাছের প্রিয়জনদের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন।
জিম্বাবুয়ের ক্রিকেট কিংবদন্তির বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন ধরে শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না হিথ স্ট্রিক। প্রায় ছয় মাস ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
হিথ স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ১ হাজার ৯৯০ ও ওয়ানডেতে ২ হাজার ৯৪৩ রান করেন তিনি।
বল হাতে তার দক্ষতাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে। টেস্ট ক্রিকেটে ২১৬ উইকেট ও ওয়ানডেতে ২৩৯ উইকেট নিয়ে তিনি উভয় ফরম্যাটেই জিম্বাবুয়ের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি।
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ডানহাতি এ পেসার।