যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের হার না মেনে দেশটির ক্যাপিটলে হামলার রাষ্ট্রদ্রোহিতামূলক ষড়যন্ত্রে দোষী কট্টর ডানপন্থি সংগঠন প্রাউড বয়েজের দুই নেতাকে কারাদণ্ড দিয়েছেন ফেডারেল এক বিচারক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প সমর্থক জোসেফ বিগসকে ১৭ বছর এবং জ্যাকারি রেলকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
নির্বাচনের ফল উল্টে দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের ভবন ক্যাপিটলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। এ ঘটনায় প্রথমবারের মতো সাজা দেয়া হয় প্রাউড বয়েজ নেতাদের।
ফেডারেল প্রসিকিউটররা কট্টরপন্থি সংগঠনটির দুই নেতার ৩৩ ও ৩০ বছর করে সাজা চেয়েছিলেন, তবে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি তা থেকে অনেক কম সময়ের দণ্ড দেন।
বিচারক কেলি বলেন, তিনি ক্যাপিটলের সহিংসতাকে খাটো করে দেখতে চাইছেন না, তবে ঘটনাটি ব্যাপক প্রাণহানির সঙ্গে তুল্য নয়। এ ঘটনায় কঠোর সাজা বৈষম্য তৈরি করতে পারে।
রায় ঘোষণার আগে বিগস তার কৃতকর্মের জন্য ক্ষমা চান। তিনি জানান, তার মেয়ে যৌন সহিংসতার ভুক্তভোগী। তাকে সঙ্গ দেয়া দরকার।
তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী নই। আমার মনে ঘৃণা নেই।’