মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ক্ষমতা দখলে নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
জাতীয় নির্বাচনী সংস্থা আলি বঙ্গো ওন্দিম্বাকে তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট ঘোষণার পরপরই ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার কথা জানান সামরিক বাহিনীর কর্মকর্তারা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, একদল জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বুধবার দেশটির জাতীয় টেলিভিশনে এসে ঘোষণা দেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি বলে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করেছে।
টেলিভিশন চ্যানেল গ্যাবন টোয়েন্টিফোরে হাজির হয়ে তারা জানান, তারা গ্যাবনের সব নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।
নির্বাচনের ফল বাতিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত ঘোষণা এবং পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশের সব সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।
গ্যাবনের রাজধানী লিব্রেভিল থেকে করা প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, সামরিক কর্মকর্তারা টেলিভিশনে হাজির হওয়ার পর থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
সামরিক কর্মকর্তারা বলেন, ‘গ্যাবোনের জনগণের নামে…আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষার সিদ্ধান্ত নিয়েছি।’
গত শনিবার গ্যাবনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকেই অস্থিরতা ও তীব্র উত্তেজনা চলতে থাকে দেশটিতে।
৫৬ বছর ধরে ক্ষমতায় থাকা বঙ্গো পরিবার শাসনকে দীর্ঘায়িত করতে চাইছে, এমনটিই দেখা যাচ্ছিল, কিন্তু দেশটির বিরোধী শিবির চাইছিল পরিবর্তন।
গ্যাবোনিজ ইলেকশন সেন্টার বলছে, বঙ্গোর প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে বোঙ্গো পেয়েছেন ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট।
ভোটের দিন শনিবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও কারফিউ জারির পর বিরোধীপক্ষ অভিযোগ করে, নির্বাচনে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলি বোঙ্গো।