খাবারের মেন্যুতে বার্গারের যে ছবি দেখানো হচ্ছে, ভোক্তাদের তার চেয়ে আকারে ছোট বার্গার দিয়ে বিপাকে পড়েছে বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন বার্গার কিং।
যুক্তরাষ্ট্রের এই ব্র্যান্ড বেশ আইনি ঝামেলায় পড়েছে, কর্তৃপক্ষ এ নিয়ে মামলার সম্মুখীন হতে পারে বলে বিবিসি ও রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার প্রতিবেদনে জানিয়েছে।
আদালতে করা এ সংক্রান্ত অভিযোগ বাতিল করার দাবি করেছিল বার্গার কিং কর্তৃপক্ষ। তবে আদালত বলেছে, বাতিল নয় এই অভিযোগ নিয়ে মামলা হওয়া উচিত।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামির ডিস্ট্রিক্ট জজ রয় অল্টম্যান এ কথা বলেন। তবে অভিযোগ অস্বীকার করে আসছে ফাস্টফুড চেইনটি।
ফাস্টফুড চেইনটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বার্গারে একটি মাংসল প্যাটি এবং উপাদান ব্যবহার হয়েছে যা বানের ওপরে ওভারফ্লোসহ দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।
বিবিসি বলছে, বার্গার কিংয়ের পক্ষে যে হুপার স্যান্ডউইচ ভোক্তাদের দেয়া হয়েছে, এর চেয়ে ৩৫ গুণ বড় দেখানো হয়েছে ছবিতে। মাংসের পরিমাণও দেখানো হয়েছে দ্বিগুণের বেশি।
আদালতের বিচারক বলেছেন, বার্গার কিংকে অবশ্যই ভোক্তাদের অভিযোগ নিয়ে আইনি লড়াইয়ে আসতে হবে। ভোক্তাদের বিভ্রান্ত করা প্রতিষ্ঠানের চুক্তির লঙ্ঘন করা।
তবে অভিযোগ ভিত্তিহীন বলে বিবিসির কাছে দাবি করেছে বার্গার কিং কর্তৃপক্ষ। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই ফাস্টফুড চেইন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বার্গার কিংয়ের মতো ঝামেলায় পড়ে আরেক বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড। বিজ্ঞাপনে তাদের খাবারের যে ছবি ছবি দেখানো হয়, হাতে পাওয়া পণ্যটি তার চেয়ে বেশ ছোট বলে অভিযোগ করা হয় আদালতে।