বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেরুতে মিলল ৩ হাজার বছরের পুরোনো সমাধি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ আগস্ট, ২০২৩ ১০:৫৩

খননকাজে নেতৃত্ব দেয়া ইউজি সেকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “প্রায় দুই মিটার (২ দশমিক ২ গজ) ব্যাস ও এক মিটার গভীরে পাওয়া সমাধিটির আকার ‘খুবই অদ্ভুত’ ছিল। দেখে মনে হয়েছে শরীরের অর্ধেক অংশ নিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। পা দুটো ছিল একটি আরেকটির ওপরে।”

পেরুর উত্তরাঞ্চলে খননকাজের সময় তিন হাজার বছর ধরে অক্ষত অবস্থায় থাকা একটি সমাধির সন্ধান পাওয়া গেছে।

সেই সমাধিতে পাওয়া গেছে তিন হাজার বছরের পুরোনো মৃৎপাত্রের টুকরা ও সিল।

বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়, প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, সমাধিটি প্যাকোপাম্পার (প্রত্নতাত্ত্বিক স্থান) কোনো এক পুরোহিতের।

কালো মাটির সঙ্গে মিশ্রিত ছাইয়ের ছয়টি স্তর খনন করে গবেষকরা পুরোহিতের কঙ্কালের সন্ধান পান।

পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা জানা যায়, সিলগুলো দিয়ে ওই সময়ের অভিজাত মর্যাদার লোকদের শরীরে ছাপ দেয়া হতো।

খননকাজে নেতৃত্ব দেয়া ইউজি সেকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “প্রায় দুই মিটার (২ দশমিক ২ গজ) ব্যাস ও এক মিটার গভীরে পাওয়া সমাধিটির আকার ‘খুবই অদ্ভুত’ ছিল। দেখে মনে হয়েছে শরীরের অর্ধেক অংশ নিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। পা দুটো ছিল একটি আরেকটির ওপরে।”

সেকি আবিষ্কারটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

প্যাকোপাম্পা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৫০০ মিটার ওপরে, যেখানে খোদাই করা ও পালিশ করা পাথরের নয়টি প্রত্নতাত্ত্বিক ভবন আছে। ধারণা করা হয়, এগুলো খ্রিস্টপূর্ব ৭০০ থেকে ৬০০ বছর আগের।

জাপানের ন্যাশনাল মিউজিয়াম অফ এথনোলজি ও পেরুর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সান মার্কোসের প্রত্নতাত্ত্বিকরা সম্মিলিতভাবে খননকাজটি পরিচালনা করেন।

এ বিভাগের আরো খবর