বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানব মস্তিষ্কে পাওয়া গেল জীবন্ত গোলকৃমি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ আগস্ট, ২০২৩ ১২:৩৩

আল জাজিরার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং ক্যানবেরা হাসপাতালের নিউরোসার্জন ডা. হরি প্রিয়া বান্দি রোগীর মস্তিষ্ক থেকে আট সেন্টিমিটার লম্বা পরজীবীটি বের করেন।

অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে আট সেন্টিমিটার লম্বা একটি গোলকৃমি জীবিত অবস্থায় পাওয়া গেছে।

গবেষকরা জানান, মানুষের মস্তিষ্কে গোলকৃমি পাওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম।

আল জাজিরার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ও ক্যানবেরা হাসপাতালের নিউরোসার্জন ডা. হরি প্রিয়া বান্দি অস্ত্রোপচার করে নারীর মস্তিষ্ক থেকে জীবন্ত গোলকৃমি বের করেন।

পরজীবীটি মস্তিষ্কে দুই মাস ধরে থাকতে পারে বলে ধারণা এ চিকিৎসকের।

ডা. হরি প্রিয়ার সহকর্মী ডা. সেনানায়েক বলেন, ‘কৃমিটি ছিল জীবন্ত ও মস্তিষ্কের ভেতরে চলাফেরা করছিল।’

৬৪ বছর বয়সী এ নারী ২০২১ সালে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন ডায়রিয়া ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে। সেখানকার চিকিৎসকেরা তার রোগ নির্ণয় করতে না পারলে বছরখানেক পর ক্যানবেরা হাসপাতাল ভর্তি হন তিনি।

পরে তার মস্তিষ্কের এমআরআই করার পর অস্বাভাবিক কিছু দেখা গেলে সার্জারির প্রয়োজন হয়।

রোগীর চিকিৎসক ও বিজ্ঞানীরা অনুমান করছেন, ঘাসের ওপর সরাসরি পরজীবীটি স্পর্শ করা বা ঘাসপাতা রান্নার করে খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয়েছেন তিনি।

চিকিৎসক সেনানায়েক জানান, রোগী সুস্থ আছেন ও তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর