বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রেপ্তার হয়ে মুচলেকায় ছাড়া পেলেন ট্রাম্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ আগস্ট, ২০২৩ ১০:০০

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার জর্জিয়ার একটি কারাগারে গ্রেপ্তার করা হয় ট্রাম্পকে। তার মাগশট (পুলিশ কর্তৃক অপরাধে অভিযুক্ত কারও ছবি তোলা) নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফল উল্টে দেয়ার মামলায় গ্রেপ্তার হওয়ার পর দুই লাখ ডলার মুচলেকা দিয়ে ছাড় পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার জর্জিয়ার একটি কারাগারে গ্রেপ্তার করা হয় ট্রাম্পকে। তার মাগশট (পুলিশ কর্তৃক অপরাধে অভিযুক্ত কারও ছবি তোলা) নেয়া হয়েছে।

নির্বাচনের ফল উল্টে দেয়ার মামলায় অন্য ১৮ বিবাদীর সহযোগী হিসেবে অভিযুক্ত ট্রাম্প। সেই মামলায় গ্রেপ্তার হয়ে জর্জিয়ার রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে ৩০ মিনিটের কম সময় ছিলেন তিনি। কারাগার থেকে বেরিয়ে গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

মামলায় আত্মসমর্পণ করা অন্য বিবাদীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্পেরও মাগশট নেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি হিসেবে মাগশটের জন্য পোজ দেন তিনি।

ফুলটন কাউন্টি শেরিফ কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যামেরার দিকে বিষণ্ন মুখে তাকিয়ে আছেন গাঢ় নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরা ট্রাম্প।

গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।

তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য অতিশয় দুঃখের দিন।

সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এখানে যা ঘটেছে, তা বিচারের নামে প্রহসন। আমি ভুল কিছু করিনি।’

আগামী নির্বাচনে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মগশটটি পোস্ট করেন নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে। তার ক্যাপশন দেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ।’

এ বিভাগের আরো খবর