যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বাইকার বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী।
বন্দুক হামলায় আহত হন আরও ছয়জন।
এনডিটিভির বৃহস্পতিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অরেঞ্জ কাউন্টি শেরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (একসময়ের টুইটার) পোস্টে বলেন, ‘‘বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক’স কর্নার’ নামে একটি বারে একজন বন্দুকধারী গুলি চালান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।’’
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাহিনীর পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হন।
বাহিনীটি জানায়, বন্দুকধারী একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তিনি কী কারণে হামলা চালিয়েছেন, তা এখনও জানা যায়নি।