বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ‘হিলারি’, প্রবল বৃষ্টি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ আগস্ট, ২০২৩ ১১:৪২

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঝড় এলাকা অতিক্রম করছে। তবে এর প্রভাবে বৃষ্টি হবে সোমবার দিনভর। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’। এর প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসসহ আশপাশের এলাকায়।

স্থানীয় সময় রোববার ওই ঝড় আঘাত হানার পর ২৫ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

হিলারির আঘাতের পর ক্যালিফোর্নিয়ার পূর্ব-পশ্চিমাঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের ৪০ লাখ মানুষের জনজীবন।

সর্বশেষ লস অ্যাঞ্জেলেস পার হচ্ছিল এই ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যালিফোর্নিয়ার অনেক অঞ্চলে পানি উঠতে দেখা গেছে।

এর আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। দেশটিতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঝড় এলাকা অতিক্রম করছে। তবে এর প্রভাবে বৃষ্টি হবে সোমবার দিনভর। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সোমবার পর্যন্ত এই বন্যা সতর্কতা কার্যকর থাকবে৷

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১২ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এর আগে ১৯৩৯ সালে লস অ্যাঞ্জেলেসে আঘাত করে প্রথম মৌসুমি ঝড়। এর প্রভাবে তখন উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যা হয়।

এ বিভাগের আরো খবর