ভারতে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নারী ও শিশু উন্নয়ন বিভাগের ওই কর্মকর্তা ১৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের পাশাপাশি নানা নির্যাতন করেছেন বলেও নয়াদিল্লি পুলিশের বরাতে রোববার জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বলছে, কয়েক মাস ধরে শিশুটিকে ধর্ষণ করেছেন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গর্ভপাত ঘটানোর অভিযোগ আনা হয়েছে তার স্ত্রীর বিরুদ্ধেও।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শ্রেণির ভুক্তভোগী ছাত্রীর বাবা মারা যান ২০২০ সালে। পরে অভিযুক্ত ব্যক্তি তাকে তার বাসায় নিয়ে আসেন।
পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার স্ত্রী ও সন্তানসহ সবাই মিলে তাকে গর্ভপাত করান।
ভুক্তভোগী শিুশুকে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, এ ব্যাপারে আরও তদন্ত করা হচ্ছে।