ইউক্রেনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মস্কো শহরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শুক্রবার ভোরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার ধ্বংসাবশেষ এসে পড়ে মস্কোর এক্সপো সেন্টার নামের ভবনে।
বড় ধরনের প্রদর্শনী ও কনফারেন্স হয় এক্সপো সেন্টারে। এর দূরত্ব রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারেরও কম।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মস্কোর আকাশচুম্বী ভবনগুলোর পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাত চারটার দিকে ড্রোন হামলা শুরু করে ইউক্রেন। মস্কো শহর ও মস্কো অঞ্চলের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
টেলিগ্রামে দেয়া বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নজরে পড়ার পর মনুষ্যবিহীন যানটি (ইউএভি) গতিমুখ পরিবর্তন করে মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকার একটি অনাবাসিক ভবনের ওপর পড়ে।
মস্কোর মেয়র জানান, ঘটনাস্থলে গেছেন জরুরি বিভাগের কর্মীরা।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় কেউ হতাহত হননি।