বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরিয়ায় ইসরায়েলের হামলা, চার সেনা নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ আগস্ট, ২০২৩ ১২:০৩

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান উপত্যকা থেকে রোববার রাত দুইটার দিকে দামেস্কের আশপাশের এলাকাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চার সিরীয় সেনা নিহত ও চারজন আহত হয়েছেন।

আল জাজিরার সোমবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, হামলাটি করা হয় রোববার গভীর রাতে।

বার্তা সংস্থাটি জানায়, ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকা থেকে রোববার রাত দুইটার দিকে দামেস্কের আশপাশের এলাকাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সানা জানায়, হামলায় কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

এ ঘটনায় ইসরায়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে গত কয়েক বছর ধরে হামলার কথা জানাচ্ছে ইসরায়েল।

আরব দেশটিতে ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেয় ইরান। এর পর থেকেই সিরিয়ায় প্রভাব বেড়েছে ইরানের।

এ বিভাগের আরো খবর