নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে পুনর্বহাল করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের দেয়া আলটিমেটাম শেষ হয়েছে। এমন বাস্তবতায় আকাশসীমা বন্ধ করে দিয়েছেন নাইজারের সামরিক অভ্যুত্থানকারী নেতারা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার রাতে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়া হয়। ওই দিন নাইজারের রাজধানী নিয়ামির একটি স্টেডিয়ামে জড়ো হন অভ্যুত্থানকারী জেনারেলদের পর্ষদ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) সমর্থক হাজারো মানুষ।
সিএনএসপির মুখপাত্র আমাদু আবদরমান আকাশসীমা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামরিক হামলার হুমকিকে।
জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে আবদরমান বলেন, সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে পশ্চিম আফ্রিকার দুটি দেশে আগাম সেনা মোতায়েন করা হয়েছে।
সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আবদরমান।
গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয়, যা পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলের কোনো দেশে তিন বছরের মধ্যে সপ্তম ক্ষমতা দখলের ঘটনা।
অভ্যুত্থানের নিন্দা জানিয়ে নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইকোওয়াস। জোটটি নাইজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মতো কড়া ব্যবস্থাও নিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে রোববারের মধ্যে পুনর্বহাল করতে জোটের প্রতিরক্ষাপ্রধানরা সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ঐকমত্যের পাশাপাশি কখন হামলা করা হবে, সে পরিকল্পনাও করেছেন।