বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুভ জন্মদিন ভাই: ওবামাকে বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ আগস্ট, ২০২৩ ১৬:৫৮

একটি ছবি পোস্ট করেছেন বাইডেন। এতে দেখা যায়, পাশাপাশি চেয়ারে বসে আছেন তারা। দুজনই হাসছেন। ওবামার পিঠে হাত দিয়ে আছেন বাইডেন। ওবামা তাকিয়ে আছেন বাইডেনের দিকে।

রাজনৈতিক নেতাদের মধ্যে বোঝাপড়া নিয়ে বৈরিতা আছে, আছে সংকটও। তবে এই চিত্রের বিপরীত চিত্রও দেখা যায় কখনো কখনো। যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে এবার দেখা গেল এমনই এক ব্যপার।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে শুভেচ্ছা জনিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তার জন্মদিনেও শুভেচ্ছা জানালেন বাইডেন। দুজনই অবশ্য ডেমোক্রেট প্রতিনিধি।

স্থানীয় সময় শুক্রবার ৬২ বছরে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিন টু্ইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।

একটি ছবি পোস্ট করেছেন বাইডেন। এতে দেখা যায়, পাশাপাশি চেয়ারে বসে আছেন তারা। দুজনই হাসছেন। ওবামার পিঠে হাত দিয়ে আছেন বাইডেন। ওবামা তাকিয়ে আছেন বাইডেনের দিকে।

ছবির ক্যাপশনে ওবামাকে ভাই ও বন্ধু সম্মোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাইডেন লিখেছেন, ‘আমার ভাই ও বন্ধু বারাক ওবামা অনেক অনেক শুভ জন্মদিন।’

বাইডেন যে ছবি দিয়ে ওবামাকে শুভেচ্ছা জানিয়েছেন একই ছবি দিয়ে ২০২১ সালে তাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ওবামাও।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেনের জন্মদিনে তিনি লিখেছিলেন, আমার বন্ধু এবং আমার ভাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা! তার আগেও অবশ্য বাইডেনকে ভাই সম্বোধন করেছিলেন ওবামা।

১৯৬১ সালের ৪ আগস্ট হনলুলুতে জন্ম নেন বারাক হোসেন ওবামা। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাইডেন।

অনেক জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে ২০২০ সালে ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসেন। ৮০ বছর বয়সী বাইডেন নির্বাচনে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারান।

এ বিভাগের আরো খবর