রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে আলোচনা হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় জ্যেষ্ঠ এক কর্মকর্তা।।
আল জাজিরার সোমবারের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক রোববার জানান, সৌদি আরবের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন দেশটির কয়েকজন কর্মকর্তা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আলোচনাটি জেদ্দা শহরে ৫ ও ৬ আগস্ট অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করবে।
ইয়েরমাক টেলিগ্রামে লিখেন, ‘আলোচনাটি হবে ইউক্রেনের শান্তি স্থাপন নিয়ে। এখানে ১০টি মৌলিক পয়েন্ট রয়েছে। এগুলোর বাস্তবায়ন কেবল ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করবে না, বরং বিশ্বে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলার পরিস্থিতিও তৈরি করবে।’
এর আগে কিয়েভ ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, রুশ সেনা প্রত্যাহার, বন্দিমুক্তি, আগ্রাসনে দায়ীদের জন্য ট্রাইব্যুনাল গঠন ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা শান্তি প্রস্তাব দেয়।
ইয়ারমাক বলেন, ‘আমরা মনে করি ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে নেয়া উচিত। কারণ যুদ্ধ আমাদের মাটিতে হচ্ছে।’
জেদ্দা সম্মেলনের জন্য ৩০টি আমন্ত্রিত রাষ্ট্রের মধ্যে রয়েছে চিলি, মিসর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাম্বিয়া।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, রাশিয়াকে আলোচনার আমন্ত্রণ জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তাও সৌদিতে আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।