বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে নাতনির স্বীকৃতি দিলেন বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুলাই, ২০২৩ ১৮:৫৯

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘নেভির মা লুন্ডেন রবার্টসের সঙ্গে শিশুটির অভিভাবকত্ব নিয়ে কাজ করছিল হান্টার। মেয়েটির ভবিষ্যত যাতে অনিরাপত্তার মধ্যে না পড়ে, সেকারণেই বিষয়টি মীমাংসা করতে দেরি হয়েছে।’

জন্মের চার বছর পর একটি শিশুকে সপ্তম নাতনি হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসেডেন্ট জো বাইডেন।

নেভি নামের ওই শিশুটি বাইডেনের পুত্র হান্টার বাইডেনের সন্তান। সম্প্রতি শিশুটির অভিভাবকত্ব নিয়ে চলা মামলায় জিতেছেন তিনি।

শুক্রবার পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘নেভিসহ আমাদের সব নাতি-নাতনিদের জন্য যা করলে ভালো হয়, জিল (বাইডেনের স্ত্রী) ও আমি তা’ই চাই।’

তবে এর আগে শিশুটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের কাছে সমালোচনার শিকার হন তিনি।

বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘নাতনির স্বীকৃতির বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক বিষয়।

‘নেভির মা লুন্ডেন রবার্টসের সঙ্গে শিশুটির অভিভাবকত্ব নিয়ে কাজ করছিল হান্টার। মেয়েটির ভবিষ্যত যাতে অনিরাপত্তার মধ্যে না পড়ে, সেকারণেই বিষয়টি মীমাংসা করতে দেরি হয়েছে।’

অভিভাকত্ব পেতে শিশুটির মা মামলা করার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে হান্টারকে পিতা বলে স্বীকৃতি দেয় আদালত। ২০২১ সালে তিনি (হান্টার) অ্যালকোহল ও মাদকে আসক্ত হয়ে পড়লে মামলাটি করেন লুন্ডেন।

নেভিসহ হান্টারের চার সন্তান রয়েছে।

এ বিভাগের আরো খবর