ভারতের উত্তরাখণ্ডের চামোলির অলকানন্দা নদীর তীরে সেতুতে বুধবার রাতে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্টে এক পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন আরও অনেকে।
এনডিটিভির বুধবারের প্রতিবেদনে বলা হয়, সেতুটি নমামি গঙ্গা প্রকল্পের আওতাধীন।
উত্তরাখণ্ড পুলিশের সহকারী মহাপরিচালক (এডিআইজি) ভি মুরুগেসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে ১৫ জনের মৃত্যু হয়েছে,যাদের মধ্যে পুলিশের এক উপপরিদর্শক ও তিন হোম গার্ড রয়েছেন। এ ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
চামোলির পুলিশ সুপার প্রেমেন্দ্র দোভাল বলেন, ‘ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আমরা ফোনে জানতে পাই একজন প্রহরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
‘এ ঘটনায় ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ও ১৫ জন হাসপাতালে মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’