বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জুলাই, ২০২৩ ১৪:২৬

রেড অ্যালার্টের আওতাভুক্ত শহরের বাসিন্দাদের বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সরাসরি সূর্যালোক থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বয়স্ক ও দুর্বলদের প্রতি বিশেষ যত্ন নেয়ার কথাও বলা হয়েছে।

ইউরোপের দক্ষিণাঞ্চলে তীব্র গরমের মধ্যে ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সুস্থ লোকজনও অসুস্থ হয়ে যেতে পারেন।

রেড অ্যালার্টের আওতাভুক্ত শহরের বাসিন্দাদের বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সরাসরি সূর্যালোক থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বয়স্ক ও দুর্বলদের প্রতি বিশেষ যত্ন নেয়ার কথাও বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, কিছুদিনের মধ্যেই রোম, ফ্লোরেন্স ও বোলোগনাসহ জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোকে রেড অ্যালার্টের আওতায় আনা হবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে আরেকটি তাপপ্রবাহ বয়ে যাবে ইউরোপের ওপর দিয়ে।

সিসিলিতে ২০২১ সালে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এবারের দাবদাহে তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে।

ফ্রান্সের প্যারিসভিত্তিক মহাকাশ সংস্থা ইএসএর তথ্য অনুযায়ী, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছাতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা কোপার্নিকাস জানায়, এ বছরের জুন মাসকে উষ্ণতম জুন হিসেবে রেকর্ড করা হয়েছে।

এদিকে গ্রিসে সাম্প্রতিক দিনগুলোতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্র, চীন, উত্তর আফ্রিকা ও জাপানের কিছু অঞ্চলেও তাপপ্রবাহ দেখা যাচ্ছে।

এ বিভাগের আরো খবর