বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদের পথে ভারতের মহাকাশযান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুলাই, ২০২৩ ১৫:৪৯

এ যাত্রা সফল হলে ভারত চতুর্থতম দেশ হিসেবে চাঁদে অবতরণ করবে। এর আগে চাঁদের মাটি স্পর্শ করেছে সোভিয়েট ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন।

ভারত আবারও চাঁদে যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশে রওনা করে। উৎক্ষেপণ এবং প্রাথমিক সেপারেশন সফল হওয়ার দাবি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও)।

এর আগে আরও দুই বার চাঁদে যাওয়ার চেষ্টা করে ভারত। কিন্তু চাঁদের মাটিতে পৌঁছাতে ব্যর্থ হয় সেসব মহাকাশযান। চাঁদ ঘিরে ব্যাপক আগ্রহী দেশটি তাতে দমে না গিয়ে গবেষণা আরও জোরাল করে।

এবারের অভিযানে ভারতের নিজস্ব পদ্ধতিতে তৈরি মহাকাশযানটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে।

এ যাত্রা সফল হলে ভারত চতুর্থতম দেশ হিসেবে চাঁদে অবতরণ করবে। এর আগে চাঁদের মাটি স্পর্শ করেছে সোভিয়েট ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন।

সব কিছু ঠিক থাকলে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে ২৩ বা ২৪ আগস্ট পৌঁছাবে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এ অভিযানে তিনটি ধাপে এগুচ্ছেন সংশ্লিষ্টরা। প্রথমত চাঁদের মাটিতে নিরাপদে অবতরণ করাই মূল লক্ষ্য। এটি সফল হলে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে।

পরের ধাপে মহাকাশযানটিতে সংযুক্ত চাঁদের ভূপৃষ্ঠে চলাচলে সক্ষম রোবট ল্যান্ডার থেকে আলাদা হয়ে সক্রিয় হয়ে উঠবে। তৃতীয় ধাপে ওই রোবট নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং চাঁদের গঠন সম্পর্কে ডাটা সংগ্রহ করবে।

ওই রোবটের নাম রাখা হয়েছে ‘প্রজ্ঞা’ এবং ল্যান্ডারটিকে ডাকা হচ্ছে ‘বিক্রম’ নামে।

উৎক্ষেপিত হতে যাওয়া চন্দ্রযান-৩ যেভাবে চাঁদে পৌঁছাবে তার একটি ধারণা দিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি জানায়, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কিছুটা দূরত্বে পৌঁছে রকেট প্রথম ধাপে মহাকাশযানটিকে ছুড়ে দিয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথ থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এরপর মহাকাশযানটি প্রচণ্ড গতিতে বারবার পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদের কক্ষপথের দিকে এগুতে থাকবে। চাঁদের কক্ষপথে প্রবেশের পর একইভাবে প্রদক্ষিণ করে উপগ্রহটির ভূপৃষ্ঠের দিকে এগিয়ে যাবে।

চাঁদের ভূপৃষ্ঠের কাছাকাছি দূরত্বে পৌঁছে দ্বিতীয় ধাপে মহাকাশযান থেকে ল্যান্ডার আলাদা হবে। এরপর দক্ষিণ মেরুতে অবতরণের পর ল্যান্ডার থেকে রোভার আলাদা হয়ে কাজ শুরু করবে।

নাসার তথ্যমতে, ১৯৫৮ সাল থেকে এ পর্যন্ত ৭০টি সফল চন্দ্রাভিযান হয়েছে। এ ছাড়া অসংখ্য ব্যর্থ অভিযান হয়। এসব অভিযানের বেশির ভাগ মহাকাশযানই পৃথিবীর কক্ষপথ অতিক্রম করেই ধ্বংস হয়।

সোভিয়েট ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় চাঁদে পৌঁছানোর আলোচনা তীব্র হয়। তখন মহাকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় প্রতিযোগিতা শুরু হয়। এ নীরব যুদ্ধ যখন তুঙ্গে তখন চাঁদে মানুষের পা ফেলার ঘোষণা দিয়ে জয় পায় যুক্তরাষ্ট্র।

এরপর ১৯৮০-এর দশকে কোনো চন্দ্রাভিযান হয়নি। ১৯৯০ সালে জাপান চাঁদে যাওয়ার দৌড়ে যোগ দেয়। ২০০০ সালের পর চীন, ভারত ও ইউরোপীয় স্পেস এজেন্সি চাঁদের কক্ষপথে মহাকাশযান পাঠায়।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (আইএসআরও) ইউটিউব চ্যানেলে মহাকাশযানের উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হয়।

এ বিভাগের আরো খবর